• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

কক্সবাজারে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৯:৪৩ পিএম

কক্সবাজারে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ সিএনজি অটোরিকশার এক চালককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রামু উপজেলার কক্সবাজার টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে ইয়াবাগুলো আটক করা হয়। 

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহ্নত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল জব্দ করে বিজিবি। আটক অটোরিকশা চালক হলেন- তোফায়েল (১৯)।  তিনি রামুর চাকমারকুল ইউনিয়নের ডিংগাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে।

বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা করে প্রচুর পরিমাণ ইয়াবাপাচারের একটি গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবি। বেলা সাড়ে ১১টায় একটি সিএনজি অটোরিকশাকে থামানো সংকেত দেয়। ওই গাড়ির যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক বলেন, চালক ইয়াবাপাচারের বিষয়টি স্বীকার করেছে। ইয়াবাগুলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির পূর্ব খরুলিয়া গ্রামের মৃত কালামিয়ার ছেলে মো. বাদশা মিয়ার বলে চালক জানিয়েছেন। তিনি টাকার বিনিময়ে ইয়াবা পরিবহন করেন। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক চালককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এস/ডাকুয়া

আর্কাইভ