• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

পলাশবাড়ীতে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:৩৪ পিএম

পলাশবাড়ীতে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন যাত্রী আহত হন।


নিহতের নাম জেলাল মিয়া (২৫)। তিনি আজমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 


শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ীর দক্ষিণ বন্দরের আফিসের হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ওই সময় পলাশবাড়ী থেকে একটি অটোভ্যান ৫ জন যাত্রী নিয়ে কমরপুরের দিকে যাচ্ছিল। পথে পলাশবাড়ীর দক্ষিণ বন্দর আফিসের হাট নামকস্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে জেলাল মিয়া মারা যান। অপর আহতরা পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।


এস/ডাকুয়া 

আর্কাইভ