নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদারীপুরের শিবচরে দুর্ঘটনা কবলিত সেই স্পিডবোটের মালিক চান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। গত ৩ মে সকালে স্পিডবোটটি কাঁঠালবাড়ির বাংলাবাজার পুরোনো ঘাটে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা দিলে ২৬ যাত্রী নিহত হন।
রোববার (৯ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান। তিনি বলেন, ‘এ বিষয়ে বিকেল ৪টায় র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
জানা যায়, গত ৩ মে সকালে শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে বাংলাবাজারের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই বাল্কহেডে ধাক্কা লেগে উল্টে যায় স্পিডবোটটি। এতে ২৬ জন নিহত হন। আহত হন স্পিডবোটের চালকসহ পাঁচজন। দুর্ঘটনার পর স্পিডবোটের চালক মো. শাহ আলমকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে প্রশাসনের নির্দেশনায় ওই চালকের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে রাখা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
সবুজ/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন