• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

লালমনিরহাটে নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৫৭ পিএম

লালমনিরহাটে নির্মাণসামগ্রী পড়ে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নির্মাণসামগ্রী পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মিজানুর রহমান (২৪) বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৌলজোর গ্রামে দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ স্থানীয়রা জানান, প্রতিবেশী একজনের বাড়ির নির্মাণ শ্রমিক হিসেবে সার্টিংয়ের কাজ করছিলেন মিজানুর রহমান বাবু। সময় সার্টিং ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ