• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রংপুরে মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:২০ পিএম

রংপুরে মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুরে মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব-১৩) বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রংপুরের বদরগঞ্জ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জের মুজিবুর রহমান মুছা (৫৫) এবং বদরগঞ্জের অহিদুল ইসলাম (৫০)

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান ্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম চাহিদার প্রেক্ষিতে বিপুল পরিমাণ জনশক্তি বিদেশে কর্মরত রয়েছে এবং দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। প্রবাসীদের কষ্টার্জিত আয় আমাদের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর অসাধু দালাল চক্র স্বল্প আয়ের মানুষদের প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক চক্রের যোগসাজশে বিদেশে অবৈধভাবে মানব পাচার করছে। ধরনের প্রতারণার শিকার সাধারণ নিরীহ জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে মানবেতর জীবন যাপন করছে। ছাড়া জিম্মি দশায় মানব পাচারকারী দ্বারা নির্মমভাবে অত্যাচারিত হচ্ছে। এমনি একজন মধ্যপ্রাচ্যে পাচার হওয়া ভুক্তভোগী তার কাছে থাকা প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্রাদিসহ রংপুর ্যাব-১৩ বরাবর একটি অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের সত্যতা যাচাই লক্ষ্যে ্যাব-১৩এর একটি দল ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের বদরগঞ্জ থানা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন ধরে তারা গ্রামের সহজ সরল লোকদের টার্গেট করে প্রতারণার ফাঁদ সৃষ্টি করে মানব পাচার করতেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি ডাক্তার লিটন (৪৫) নামে একজনকে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। আটক দুইজন ডাক্তার লিটনের সহযোগী বলে স্বীকার করেছেন। গ্রেফতার হওয়া মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এস/এম. জামান

আর্কাইভ