• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রৌমারীতে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৮:৪৬ পিএম

রৌমারীতে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৫) ঘটনায় একজনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুন বন্দর গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমজাদ হোসেনের বাড়ির গাছের ডালের ছায়া পড়ে প্রতিবেশী বক্তার হোসেনের ছেলে মধু মিয়ার জমিতে। মধু মিয়া ওই গাছের ডালগুলো কাটছিলেন। সময় বাড়ির মালিক আমজাদ হোসেন গাছের ডালগুলো কাটতে বাধা দিলে মধু তার উপর চড়াও হন এবং মারধর করতে থাকেন। একপর্যায়ে আমজাদ হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় নিহতের স্ত্রী দিলওয়ারা খাতুন বাদী হয়ে মধুসহ তিন-চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মধুকে আটক করেছে।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং মাসুদুর রহমান মধুকে আটক করা হয়েছে।

এস/এম. জামান

আর্কাইভ