
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৪:২০ পিএম
রংপুরের কাউনিয়া তিস্তা নদীতে ভেসে এলো ডলফিন
আকৃতির একটি ৯ ফুট
দৈর্ঘ্যের মৃত মাছ। মাছটি
দেখতে উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে। মঙ্গলবার
(১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে
ওই মরা ডলফিন মাছটি
দেখতে পান জেলেরা।
সাড়ে
তিন মণ ওজনের মাছটি
জেলেরা পানি থেকে উপরে
তুলে আনেন। পরে উপজেলা মৎস্য
কর্মকর্তাসহ থানা পুলিশে খবর
দেন তারা।
দুলু
মিয়া নামে স্থানীয় জেলে
জানান, তারা সকালে তিনজন
জেলে মিলে মাছ ধরতে
তিস্তা নদীতে যান। এ সময়
বড় মাছ দেখে তারা
সেটির কাছে গিয়ে দেখতে
পান একটি ডলফিন আকৃতির
মৃত মাছ। পরে তারা
মাছটি নদীর তীরে নিয়ে
আসেন।
কাউনিয়া
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ‘মাছটি
দেখে মনে হচ্ছে এটি
ডলফিন মাছ। উজানের ঢলে
ভারত থেকে ভাসতে ভাসতে
চলে আসতে পারে বলে
ধারণা করা হচ্ছে। এটির
দৈর্ঘ্য ৯ ফুট এবং
প্রস্থ ৩ ফুট।’ ওজন প্রায় সাড়ে
তিন মণ বলেও জানান
তিনি।
কাউনিয়া
থানার এসআই মাসুদুর রহমান
বলেন, ‘খবর পেয়ে আমরা
দেখি উৎসুক জনতা মাছটি ঘিরে
রয়েছে। অনেকেই দূর-দূরান্ত থেকে
মাছটি দেখতে আসছে। যেহেতু মাছটি মৃত এবং গন্ধ
ছড়াচ্ছে তাই পরিবেশ দূষণ
যেন না হয় সেজন্য
মাছটি মাটিতে পুঁতে ফেলা হবে।’
টিআর/এম. জামান