প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৮:০৮ পিএম
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সরকারি গাড়িতে হামলা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) রাত
সোয়া ১১টার দিকে নাটোর শহরে
প্রেস ক্লাবের বিপরীত দিকে আমানা বিগবাজারের
সামনে এ ঘটনা ঘটে।
সূত্র
জানায়, হামলার সময় গাড়িটি রেখে
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান
শরিফুল ইসলাম রমজানের চেম্বারে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন চেয়ারম্যান
আসাদ। সন্ধ্যার পর থেকেই তিনি
সরকারি গাড়ি (নাটোর ঘ-১১-০০২৭)
পার্ক করে রেখেছিলেন ওখানে।
রাত সোয়া ১১টার দিকে
মোটরসাইকেলে এসে হামলাকারীরা চেয়ারম্যান
আসাদের গাড়িতে ভাঙচুর চালায়। এ সময়ে গাড়ির
ভেতরে কেউ না থাকায়
কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে
গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং
বিভিন্ন স্থানে ক্ষতি হয়। পরে খবর
পেয়ে নাটোর থানার পুলিশ এসে আসাদকে নিরাপদে
নলডাঙ্গায় পৌঁছে দেন।
স্থানীয়রা
জানান, বেশ কিছুদিন থেকে
নাটোরে চলে আসা আওয়ামী
লীগের স্থানীয় সংসদ সদস্য ও
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা
চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের মধ্যে বিরোধ চলে আসছে। এই
বিরোধে আসাদ স্থানীয় সংসদ
সদস্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
সোমবার
বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা উপজেলা
পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয়
সংসদ সদস্যের বিপক্ষে অবস্থান নেওয়ায় তার অনুসারী ছাতনী
ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদুর রহমান বাবলু তার সরকারি গাড়িতে
হামলা করেছেন। এ বিষয়ে তিনি
নাটোর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সংসদ
সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে
সংসদ সদস্যের কোনো সম্পর্ক নেই।
এটা আসাদের ব্যক্তিগত কোনো ঘটনার জেরে
ঘটতে পারে।
নাটোর
থানার ওসি মনসুর রহমান
চেয়ারম্যানের গাড়িতে হামলার ঘটনা ও তাকে
নিরাপদে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টিআর/ডাকুয়া