• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

খোলা আকাশের নিচে আশ্রয়হারাদের বসবাস

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৬:৫৪ পিএম

খোলা আকাশের নিচে আশ্রয়হারাদের বসবাস

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি

ভূমি গৃহহীন জহুরা বেগম। অন্যের বসতভিটায় বসবাস করছিলেন তিনি। সেখানও ঠাঁই পাননি তিনি। ফলে আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন তিনি। ঘটনাটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাউয়াগাড়ী বিলপাড়া গ্রামের।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায় অসহায় জহুরা বেগমের এমন জীবনচিত্র।

স্থানীয়রা জানান, কাউয়াগাড়ী বিলপাড়া গ্রামের মৃত পুসু মিয়ার ছেলে খায়রুল ইসলাম অনেক আগে জহুরা বেগমকে বিয়ে করেন। এরই মধ্যে তাদের সংসারে দুই সন্তান জন্ম নেয়। পরবর্তীতে অন্যত্র বিয়ে করে সেখানে চলে যান খায়রুল। এরপর ভূমিহীন অসহায় জহুরা মাথা গোঁজার জন্য আশ্রয় নেন প্রতিবেশী জাহিদুল ইসলামের বাড়িতে। এখানে থেকে ঝিয়ের কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করে চলছিলেন তিনি।

একদিন বাড়ির মালিক জাহিদুলের স্ত্রীর সঙ্গে জহুরার ঝগড়া হয়। এরই জেরে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জহুরাকে বের করে দেয়া হয়। উপায়ান্তর না পেয়ে আশ্রহারা জহুরা এখন বসবাস করছেন খোলা আকাশের নিচে।

ভুক্তভোগী জহুরা বেগম সিটি নিউজকে জানান, নিজস্ব জায়গাজমি নেই তার। স্বামী খায়রুল ইসলাম তাকে ফেলে রেখে নতুন করে বিয়ে করেছেন অন্যত্র। স্থানীয় জাহিদুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়া হলে তারাও বের করে দিয়েছে তাকে।  

তিনি আরও বলেন, ‘সরকার ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছে। এমন জায়াগায় আমাকে সুবিধা দেয়া হলে, বাকি জীবনে কিছুটা হলেও সুখ করতাম। 

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, জহুরার নিজের কোনো জমিও নেই। অন্যের জমিতে বাড়ি করে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ তর্কবিতর্ক হওয়ায় বাড়ি থেকে বের করে দেন জমির মালিক। এখন দুই সন্তান নিয় রাস্তায় মানবেতর দিন যাপন করছে এই পরিবার।

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ