• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

পলাশবাড়ীতে ভটভটির চাপায় অটোযাত্রী নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৪:৪৬ পিএম

পলাশবাড়ীতে ভটভটির চাপায় অটোযাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্যালোচালিত ভটভটির চাপায় এক অটোযাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার শিমুতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইউনুস আলী। তিনি উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, অটোবাইকে করে কোথাও যাচ্ছিলেন ইউনুস আলী। সময় শিমুলতলা নামক স্থানে পৌঁছলে একটি মাছবাহী ভটভটি অটোবাইককে চাপা দেয়। এতে ইউনুস আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছবাহী ভটভটিটি আটক করা হয়েছে। 

টিআর/এম. জামান

আর্কাইভ