• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ১০:১৭ এএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জন। তারা দুজনই ওষুধ কোম্পানির বিক্রয়কর্মী। শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, আরাফাত হোসেন দেলোয়ার হোসেন। আরাফাত একমি কোম্পানির এবং দেলোয়ার গ্লুটেক কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে সখীপুরে দায়িত্বরত ছিলেন।

তাদের সহকর্মীরা জানান, আরাফাত হোসেনের বাড়ি নাটোর দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত দেলোয়ার একটি মোটরসাইকেলে সখীপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান।

রাত সাড়ে ১১টার দিকে সখীপুর থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, ‘একটি কাভার্ডভ্যান গোড়াই এলাকায় আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কাভার্ডভ্যানটিই দুর্ঘটনা ঘটিয়েছে।

ইফাত/ডাকুয়া

আর্কাইভ