• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

৩৪ হাজার টাকায় বিক্রি হলো ঢাই মাছ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১১:৫১ এএম

৩৪ হাজার টাকায় বিক্রি হলো ঢাই মাছ

দেশজুড়ে ডেস্ক

পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়। তবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জেলের জালে আজ ধরা পড়েছে বিশাল এক ঢাই মাছ। যার ওজন ১১ কেজি। দৌলতদিয়া মৎস্য আড়তে ৩৪ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় জেলে রাম হলাদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান তিনি। পরে ১১ কেজি ওজনের মাছটি হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। মাছটি কেনেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মিয়া।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য দোকানের মাছ ব্যাবসায়ী মো. শাজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। সময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি কিনি। দেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মাছটি বিক্রির চেষ্টা করছি। প্রতি কেজিতে ১০০ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করে দেব।

রাজবাড়ীর (ভারপ্রাপ্ত) জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, প্রায় বিলুপ্তির পথে ঢাই মাছ। বর্তমানে পদ্মায় মাঝেমধ্যে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। মাছটি কীভাবে রক্ষা করা যায়, সেটি নিয়ে গবেষণা করা হবে।

টিআর/এএমকে

আর্কাইভ