• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

চিলমারীতে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৮:২৮ পিএম

চিলমারীতে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন, অষ্টমীর চর ইউনিয়নের তনসর মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩০), একই এলাকার হায়দার পাইলটের ছেলে সোনা মিয়া (৪০) বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টমীর চর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব সরকার।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চিলমারী উপজেলায় ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের শাখাহাতি এলাকায় পাট ধোয়ার কাজে নিয়োজিত থাকাকালীন বিকেল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত . ছামাদকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, বজ্রপাতে ঘটনা লোকমুখে শুনেছি। তবে যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি ঢুসমারি থানার আওতায়।

নূর/ডাকুয়া

আর্কাইভ