• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গভীর রাতে কবরস্থানে নীরবে কাঁদলেন শামীম ওসমান

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ১১:৫৫ এএম

গভীর রাতে কবরস্থানে নীরবে কাঁদলেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গভীর রাতে কবরস্থানে একাকী নীরবে কাঁদলেন নারায়ণগঞ্জ- আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। পূর্বপুরুষদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে গিয়েই তার চোখে অশ্রু ঝড়ে।

বৃহস্পতিবার ( সেপ্টম্বর) দিবগত রাত ১১টায় নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে জিয়ারতরত অবস্থায় তিনি এভাবে কাঁদেন।

কবরস্থানে তখন সুনসান নীরবতা। কবরস্থানের ফটকও বন্ধ। হঠাৎ বাইরে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে পূর্বপুরুষদের কবরের পাশে চলে যান তিনি। রাতে দৃশ্য চোখে পড়লে দূর থেকে শামীম ওসমানকে দেখে এগিয়ে গিয়ে ছবি তুলতে চাইলে নিষেধ করেন তিনি।

তিনি বলেন, ‘জিয়ারত করতে এসেছি। দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।

তিনি দীর্ঘ সময় দাদা-দাদি, মা-বাবা ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন। পরে অশ্রু ঝরিয়ে মোনাজাত করেন।

নূর/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ