• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৮:৩০ পিএম

গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ্যাব। সোমবার ( সেপ্টেম্বর) সকালে ্যাব-১৩, সিপিসি-, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ( সেপ্টেম্বর) ্যাব-১৩, সিপিসি-, গাইবান্ধা কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-বগুড়াগামী মহাসড়কে গোবিন্দগঞ্জের অভিরামপুর বাজারস্থ এনবি হায়াৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সময় ১০ কেজি গাঁজাসহ আশরাফুল ইসলাম সজল (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।  

আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আশরাফুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ্যাব বাদী হয়ে মাদক মামলা রুজু করেছে।

নূর/এম. জামান

আর্কাইভ