• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কাটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ!

প্রকাশিত: মে ৬, ২০২১, ১০:২৪ পিএম

কাটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। যে নামের সঙ্গে মিশে আছে এদেশের জন্মের ইতিহাস। এর প্রতিটি ঘাস কিংবা গাছ, সবই ইতিহাসের সাক্ষী। কিন্তু স্বাধীনতার আঁতুড়ঘরে একি হাল। সারি সারি নাগেশ্বর, কৃষ্ণচূড়া, অশ্বত্থ, বট, রেইনট্রি, মেহগনির গায়ে লাল ক্রস চিহ্ন। কিন্তু কেন? এখানে ওখানে লাল মাটির বুক চিরে পরবর্তী কাজের দাগ কাটা। জায়গায় জায়গায় পড়ে আছে আহত গাছ, কাঠের গুঁড়ি। একসময়ের সবুজে ঢাকা উদ্যানে এখন ইটপাথরের জঞ্জাল!

লকডাউনের শুরুর দিকে নীরবে-নিভৃতে কাটা হয়েছে অনেক গাছ। যা ভাবিয়ে তুলেছে সচেতন মানুষকে। কোনো ধরনের জরিপ ছাড়াই অনেকটা চুপিসারে গাছ কাটাকে অনৈতিক বলেছে পরিবেশ বাঁচাও আন্দোলন।

গাছ নিধনের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ করেছে একদল শিক্ষার্থী। কাটা গাছের স্থানে বানিয়েছেন প্রতীকী পাখির বাসা। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষ নিধনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে তরুণ শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ একদল তরুণ। সেখান থেকে সৌন্দর্য বর্ধনের নামে প্রকৃতি ধ্বংসের পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়েছে।

 আজ দুপুরে এক বিবৃতিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানের স্মৃতিকেন্দ্র গড়ে তোলার মহাপরিকল্পনা বাস্তবায়নে কিছু গাছ কাটা হয়েছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই সঙ্গে কিছু গাছ কাটা হলেও সেখানে আরও এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

তন্ময়/এম. জামান

আর্কাইভ