• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নোয়াখালীতে স্বর্ণ প্রতারকচক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:৩৪ পিএম

নোয়াখালীতে স্বর্ণ প্রতারকচক্রের ২ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে স্বর্ণ প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ( সেপ্টেম্বর) দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মো. মিজান (৩৮) একই উপজেলার কালিরহাট ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সুমন চন্দ্র দেব (৩৮)

শনিবার ( সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী বাজারের মোরশেদ কমপ্লেক্সের সামনে থেকে একজন এবং অন্যজনকে কবিরহাট বাজার থেকে আটক করা হয়। আদালতে সোপর্দ করার মাধ্যমে তাদের গ্রেফতার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজান শুক্রবার ( সেপ্টেম্বর) সকালে বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের ফারহানা আক্তারের নিকট দুই ভরি আট আনা ওজনের একটি স্বর্ণের বিস্কুট বিক্রি করে। তার দাম ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ভুক্তভোগী ফারহানা ওই স্বর্ণের বিস্কুটের মূল্য বাবদ নিজেদের ৯২ হাজার ৩০০ টাকা সমমূল্যের স্বর্ণালঙ্কার মিজানকে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী ওই স্বর্ণের বিস্কুট নিয়ে একটি স্বর্ণের দোকানে গেলে জানতে পারে স্বর্ণের বিস্কুটটি নকল।

শনিবার বিকালে পুলিশ অভিযোগ পেয়ে প্রতারক মিজানের পরিচয় শনাক্ত করে। এরপর চৌমুহনী মোরশেদ কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে। আটককৃত মিজানের স্বীকারোক্তিতে অপর সহযোগী কবিরহাটের বকুল স্বর্ণ শিল্পালয়ের মালিক সুমন চন্দ্র দেবকে আটক করা হয়। তখন তার দোকান থেকে ভুক্তভোগী ফারহানার স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে।

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ