• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

৫৬ হাজার টাকায় বিক্রি হলো সেই বোয়াল

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৬:২১ পিএম

৫৬ হাজার টাকায় বিক্রি হলো সেই বোয়াল

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা যমুনা নদীর মোহনা থেকে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ। শনিবার ( সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জের হরিরামপুর এলাকার জেলে কাইয়ুম হালদারের জালে ধরা পড়ে বিশাল মাছটি। পরে হাজার ৫৫০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয় বোয়ালটি।

এর আগে জেলে কাইয়ুম হালদারের কাছ থেকে হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে হাজার ৫৫০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় বিক্রি করেন মাছটি।

জেলে কাইয়ুম হালদার বলেন, ‘ভোর রাতে আমরা কয়েকজন ট্রলার নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে মাছ ধরতে পদ্মায় আসি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। পরবর্তীতে শেষবারের মতো পদ্মা যমুনার নদীর মোহনায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে জালে জোরে একটা ধাক্কা দেয়। পরে জাল তুলে দেখি বিশাল একটি বোয়াল মাছ। এরপর মাছটি বেলা ১টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে আনলে ওজন দিয়ে দেখি ২২ কেজি। নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ হাজার ২০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘নদীর বড় বোয়াল মাছের অনেক চাহিদা। দামও তুলনামূলক বেশি। দৌলতদিয়া ঘাটে বড় কোনো মাছ উঠলে সবার আগে আমি কেনার চেষ্টা করি। আজ মানিকগঞ্জের জেলে কাইয়ুম ২২ কেজি ওজনের বোয়াল মাছটি বিক্রির জন্য নিয়ে এলে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেই। পরে মুঠোফোনে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে হাজার ৫৫০ কেজি হিসেবে মোট ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করি।

জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, ‘পদ্মা নদীর এই এলাকায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদেরকে রক্ষা করার। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।

জেডআই/এম. জামান

আর্কাইভ