• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০২:২৭ পিএম

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ( সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪-এর কাছে ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের নাম  শহিবর রহমান (৩৫) তিনি দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে। কাউনিয়ারচর গ্রামে শশুরবাড়ি এলাকায় তিনি বসবাস করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্তবাসী সূত্রে জানা যায়, গরু চোরাচালানের উদ্দেশ্যে শুক্রবার দিবাগত রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল সীমান্তে যায়। সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই দলকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন শহিবর। পরে সঙ্গের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে প্রাণ হারান শহিবর। শনিবার সকালে পুলিশ শহিবরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, শনিবার ভোররাতে সীমান্তে / রাউন্ড গুলির শব্দে সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহলদল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয়দের মারফত শহিবর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত হলে পুলিশকে জানায় বিজিবি।

বিজিবি সদস্য মুকিব বলেন, ‘গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘নিহত শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল। সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিআর/এএমকে

আর্কাইভ