
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০১:৪২ পিএম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ সাবিনা আক্তার (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ী থানা-পুলিশ এ তথ্য নিশ্চত করেছে। আটককৃত সাবিনা আক্তার সাঘাটা উপজেলার আব্দুর রশিদের স্ত্রী।
এর
আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের
পলাশবাড়ীতে আসা তুহিন পরিবহন
নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে
একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে পাঁচ
কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
একই সঙ্গে এই গাঁজা ব্যবসার
সঙ্গে জড়িত সাবিনা আক্তারকে
আটক করা হয়।
পলাশবাড়ী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা
জানান, গোপন সংবাদের ভিত্তিতে
ওই পরিবহনে অভিযান চালানো হয়। আটককৃত সাবিনার
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করা হয়েছে।
সবুজ/এএমকে