প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৮:৫১ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী। েমঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ২ নং চর জুবলী ইউনিয়নের চর ব্যাগা গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম বিবি ফাতেমা (১৫)। ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় পাঙ্কার বাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
চরজব্বর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল
হক জানান, কনের মা লক্ষ্মীপুর
জেলার রামগতি উপজেলার চরকাজী ইউনিয়নের এক ছেলের সঙ্গে
মেয়ের বিয়ে ঠিক করেন।
পূর্বনির্ধারিত তারিখ অনুসারে মঙ্গলবার দুপুরে কনের বাড়িতে মূল
বিয়ের অনুষ্ঠান চলছিল। সুবর্ণচর থানার পুলিশ খবর পেয়ে ওই
বাল্যবিয়ে বন্ধ করে আমাকে
জানায়। আমি বিষয়টি উপজেলা
নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি কনের বাড়িতে
গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা
অর্থদণ্ড করেন।
সুবর্ণচর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা জানান,
বাল্যবিয়ে আয়োজন করায় বাল্যবিয়ে নিরোধ
আইনে কনের মা বিবি
আমেনাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা
অর্থদণ্ড করা হয়েছে। বরের
বাবাকে আটক করা হয়েছে।
বরকে খবর দেয়া হয়েছে।
বর এলে বর পক্ষের
বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেয়া
হবে। তবে বর না
এলে তার বাবাকে কারাগারে
পাঠানো হবে।
নূর/এম. জামান