• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৮:০৪ পিএম

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক আব্দুল খান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা দায়রা জজ

আদালত- এর বিচারক তাজুল ইসলাম রায় দেন। সময় আদালতে আসামিরা উপস্থিতি ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান (৪৭), একই গ্রামের বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) সহদর আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) এবং সন্তোষ মণ্ডলের ছেলে আসাদুল হক (৩৬) ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০১৪ সালের ১৯ জুন গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুল হক খানকে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। ওইদিন নিহতের ছেলে নাজমুল খান দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে রায় দেন বিচারক।

কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই পরিবারের দুই ভাইসহ পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ