• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে সড়কে ঝরল শিশুর প্রাণ

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৯:৪৭ পিএম

কুড়িগ্রামে সড়কে ঝরল শিশুর প্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্যাটারি-চালিত অটোরিকশা চাপায় সোহাগ মিয়া () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোহাগ চড়ুয়ার পাড়া গ্রামের ছবিয়াল মিয়ার ছেলে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনা ঘটে।

রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম জানান, সোহাগ বিস্কুট কিনতে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি দোকানে যাওয়ার সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। সময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নূর/এম. জামান

আর্কাইভ