• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কালিহাতীতে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৮:০৮ পিএম

কালিহাতীতে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামে ঘটনা ঘটে।

নিহত শিশু ঘোনাবাড়ি গ্রামের মোশারফের ছেলে শিফাত (১২) এবং আহত শিশু একই গ্রামের তাহেরের ছেলে তানভীর (১২)

বিষয়টি নিশ্চিত করেছেন নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন।

তিনি জানান, শিফাত তানভীর দুপুরে বৃষ্টির মধ্যে ঘোনাবাড়ি বিলে শাপলা তুলতে যায়। সে সময় তাদের পাশে বজ্রপাত হয়। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিফাতকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে প্রথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাৎক্ষণিক টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গণি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার নির্দেশনায় নিহতের পরিবারকে দাফনের জন্য ১০ হাজার আহত তানভীরের পরিবারকে চিকিৎসার জন্য হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ