• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ফতুল্লায় ঝুট-পলিথিনের গুদামে আগুন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০১:৫৭ এএম

ফতুল্লায় ঝুট-পলিথিনের গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ফতুল্লায় ঝুট ও পলিথিনের কয়েকটি গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সেখানে থাকা বিপুল পরিমাণ ঝুট ও পলিথিন পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়ার ৪টি ইউনিট। 

রোববার (২৯ আগস্ট) রাতে জেলার সদর উপজেলার ফতুল্লার কায়েমপুর এলাকায়  এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার কায়েমপুর এলাকার জেলা কারাগারের দক্ষিণে রুবেল ও সোহেলের পলিথিনের গোডাউন রয়েছে। পাশাপাশি মনু মিয়া, কালু মিয়া, জনিসহ ৫-৬ জনের ঝুটের গুদামঘর রয়েছে। রাত সাড়ে ৯টায় হঠাৎ তাদের কোনো এক ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসব ঘর বাঁশের বেড়া ও টিন দিয়ে তৈরি। সেই সঙ্গে ভেতরে ঝুট পলিথিন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।’

ইফাত

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ