• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নীলফামারীতে ছয় মৎস্যচাষিকে সম্মাননা

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৭:৪১ পিএম

নীলফামারীতে ছয় মৎস্যচাষিকে সম্মাননা

নীলফামারী প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে নীলফামারীতে সফল ছয় মৎস্যচাষির মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রতিটি উপজেলা থেকে একজন করে শ্রেষ্ঠ চাষিকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন- সদর উপজেলার গোবিন্দপুর শাহপাড়া গ্রামের সাফানা মৎস্য হ্যাচারি (গুণগত মানের রেণু উৎপাদন) প্রো. মো. সোয়েল পারভেজ, জেলার সৈয়দপুর উপজেলার কয়াগোলাহাট সরকারপাড়া গ্রামের মৎস্য উৎপাদন (কার্প মিশ্র) হবিবর রহমান।

ছাড়াও রয়েছেন- ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের (তেলাপিয়া মাছ উৎপাদন) রকি ইসলাম, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী গ্রামের (কার্প মিশ্র) লিয়াকত ইসলাম, জলঢাকা উপজেলার রাজার হাট গ্রামের (তেলাপিয়া উৎপাদন) ছাব্বির রহমান কিশোরগঞ্জ উপজেলার ভেরভেরি গ্রামের (কার্প মিশ্র) সিরাজুল ইসলাম।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান, সহাকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আখতার, মৎস্য বীজ উৎপাদন খামারের, খামার ব্যবস্থাপক মাহবুবার রহমান প্রমুখ।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ