• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৩:৩১ পিএম

পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ

দেশজুড়ে ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে নদীতে দেখা দিয়েছে তীব্র স্রোত। এতে করে ব্যাহত হচ্ছে লঞ্চ ফেরি চলাচল। ফলে ঘাট এলাকায় দেখা দিয়েছে যানবাহনের চাপ। ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক সহকারীদের।

শুক্রবার (২৭ আগস্ট) দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত সাড়ে কিলোমিটার এলাকায় প্রায় ৩০০ গাড়ির দীর্ঘ লম্বা লাইন। অপেক্ষমাণ এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। অন্যদিকে ফেরিঘাটে যানজট কমাতে গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর জামে মসজিদ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় প্রায় ২০০ অপচনশীল পণ্যবাহী ট্রাককে আটকে রাখা হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে।

ট্রাকচালক আকাশ শেখ বলেন, ‘বেনাপোল থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছি। গতকাল রাতে গোয়ালন্দ মেড়ে এলে ট্রাফিক পুলিশ আটকে দেয়। পরবর্তী সিরিয়ালে আটকে থাকি। রাত পার হয়ে সকাল হলেও এখনো ফেরির দেখা পাইনি।

ঘাট সূত্রে যানা যায়, নদীতে তীব্র স্রোত থাকায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে ফেরি ভিড়তে সময় বেশি লাগছে। তবে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ফেরি চলে যাচ্ছে খুব দ্রুত।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, ‘বর্তমানে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোত থাকায় পদ্মা পার হতে বেশি সময় লাগছে। তাই ঘাটে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে।

টিআর/এএমকে

আর্কাইভ