• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৯:৩৫ পিএম

২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পুলিশ চেকপোস্টে পিকআপ ভ্যানের কেবিনের সিটে বিশেষভাবে রাখা ২০ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম শাহিন (৪৫) আঙ্গুর ইসলাম (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নিমাইয়ের পাঠ কালীমন্দির এলাকা থেকে পিকআপ ভ্যানসহ তাদেরকে আটক করা হয়।

শাহিন নাগেশ্বরী উপজেলার গোবর্ধনের কুটিনেওয়াশী বাজার গ্রামের শাহাজাহান তালুকদারের ছেলে এবং আঙ্গুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পশ্চিম দলিরাম গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ গাঁজাসহ তাদের আটক করে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হবে।

নূর/এম. জামান

আর্কাইভ