• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দুই কৃষককে গাছে বেঁধে পেটাল আ.লীগ নেতা

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৮:১২ পিএম

দুই কৃষককে গাছে বেঁধে পেটাল আ.লীগ নেতা

দেশজুড়ে ডেস্ক

ধানগাছ নষ্ট করার অপরাধে নাটোরের সিংড়ায় এক ইউপি সদস্য দুই বৃদ্ধ কৃষককে গাছে বেঁধে মারপিট করেছেন। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মকলেছ আলী। তিনি ইতালী ইউনিয়নের নম্বর ওয়ার্ড .লীগের সভাপতি একই ওয়ার্ডের ইউপি সদস্য। রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার ইতালী ইউনিয়নের শালমারা গ্রামে ঘটনা ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদ আলী (৬০) বেলায়েত হোসেন (৭০) শালমারা-বাঁশবাড়িয়া মাঠে গরু চড়াতে যান। হঠাৎ গরুগুলো ইউপি সদস্য মকলেছ আলীর জমির ধানগাছ খেয়ে নষ্ট করে। খবর পেয়ে মকলেছ আলী কৃষক বেলায়েত হোসেনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং অন্য কৃষক শাহাদ আলীকে গাছের ডাল দিয়ে মারপিট করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের ছেড়ে দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, কোনো কৃষককে বেঁধে রাখার বিষয়টি সঠিক নয়। তার জমি নষ্ট করায় কয়েকটি গরু বেঁধে রেখেছিলেন। পরে গরুগুলো ছেড়ে দেয়া হয়েছে। তবে রাগের মাথায় ওই কৃষককে গাছের ডাল দিয়ে মেরেছেন বলে স্বীকার করেন তিনি।

বিষয়ে স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কুরবান আলী বলেন, ঘটনাটি জানার পর মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ করি। তারপর তাদের ছেড়ে দেয়া হয়।

সিংড়া থানার ওসি নুর--আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শামীম/নির্জন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ