• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

ঘাট পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৩:১৭ পিএম

ঘাট পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটে বেড়েছে যানবাহনের চাপ। শুক্রবার (২০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পারের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ শতাধিক গাড়ি। 

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এই ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। যাত্রী দূর্ভোগের বিষয়টি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে বলে জানানো হয়েছে। 

ঘাট সূত্রে জানা গেছে, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ সড়কে শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো দাঁড় করে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী এসব সাধারণ পণ্যবাহী ট্রাক ছেড়ে দেয়া হবে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক সময়ে ফেরি পারাপারে সময় লাগে ৪০/৪৫ মিনিট। কিন্তু পদ্মায় তীব্র স্রোত থাকায় নদী পারাপারে বেশি সময় লাগছে। এতে করে ফেরির ট্রিপের সংখ্যাও কমে গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের রো রো ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট বন্ধ থাকায় এই নৌরুটে চাপ বেড়েছে।

তিনি আরও বলেন,পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। কয়েক ঘণ্টার মধ্যেই অপেক্ষমান যানের সংখ্যা কমে আসবে। 

টিআর/নির্জন
আর্কাইভ