• ঢাকা শুক্রবার
    ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সেই তিন প্রতিবন্ধী কন্যার পাশে দাঁড়ালেন সৈয়দ আতিক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১০:১৫ পিএম

সেই তিন প্রতিবন্ধী কন্যার পাশে দাঁড়ালেন সৈয়দ আতিক

তৌহিদুর রহমান

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এতটুকু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?’ অবশ্যই পেতে পারে। কিছু সহানুভূতিশীল মানবিক মানুষ এই সমাজে আছে বলেই পৃথিবীটা এত সুন্দর।

এমনই একজন সহানুভূতিশীল মানবিক মানুষ সিটি নিউজ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক। কোনো অসহায় মানুষের কষ্টের কথা শুনলে তার হৃদয় কেঁদে ওঠে। ব্যস্ত হয়ে পড়েন তার কষ্ট লাঘবের জন্য।

গত ১১ আগস্ট এমন একটি সংবাদ নজরে আসে তার। নিউজটি পাঠান সিটি নিউজ ঢাকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমান। এ নিয়ে সিটি নিউজে ‘তাদের জন্মই যেন আজন্ম পাপ!’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন করা হয়। তিন কন্যার নাম যথাক্রমে লিপিয়ারা (৩৫), লতামনি (৩৩) ও ঝুমুর (৩০)।

প্রতিবেদনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ডিমকইল গ্রামের একটি অসহায় পরিবারের তিন প্রতিবন্ধী তরুণীর কথা তুলে ধরা হয়। এই তিন তরুণীর জন্ম স্বাভাবিক হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অজানা রোগে শারীরিক, মানসিক ও বাকপ্রতিবন্ধী হয়ে যান তারা। এই তিন কন্যার বাবা নেকবর আলীও গত হয়েছেন ছয় মাস আগে। এমন অবস্থায় জায়গা-জমি বিক্রি করে মেয়েদের চিকিৎসা করান মা রিজিয়া বেগম। তাতেও সুস্থ হননি তারা। 

বর্তমানে অর্থের অভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মা রিজিয়া বেগম। স্বামীর অবর্তমানে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। বুকভরা চাপা কষ্ট নিয়ে কাঁদছিলেন অসহায় মা। সেই কান্না দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে কোমল হৃদয়ের মানুষ সৈয়দ আতিকের।

ভিডিওটি সংযুক্ত করা হলো-

সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সিটি নিউজ ঢাকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির সঙ্গে। অবশেষে তিনি বুধবার (১৮ আগস্ট) মানবিকতার হাত বাড়িয়ে দেন অসহায় পরিবারটির জন্য। মানবতার ফেরিওয়ালা সৈয়দ আতিকের দেয়া নগদ ২৫ হাজার টাকা সেই তিন তরুণীর হাতে তুলে দেন প্রতিনিধি তারেক রহমান।

এটাই প্রথম নয়, এর আগেও বিভিন্ন মানবিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে সিটি নিউজ ঢাকা। কয়েক মাস আগে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে ‘অভাবের তাড়নায় ব্রিজ থেকে কোলের শিশুকে পানিতে ফেলে দিলেন মা’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়ায় সিটি নিউজ। 

কুড়িগ্রামের সেই হতভাগী মায়ের হাতে সিটি নিউজের সহায়তা তুলে দিচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি ফজলুল করিম

এ ছাড়াও ৫ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম পিতার মরদেহ সামনে নিয়ে অবুঝ সন্তানের শূন্য দৃষ্টির ছবি ভাইরাল হয় সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে। কেঁদে ওঠে সৈয়দ আতিকের মন। সিটি নিউজ রাজশাহী ব্যুরোর মাধ্যমে খোঁজ নেন ওই পরিবারের। জানা যায়, নওগাঁর পোরশা থানার চক বিষ্ণুপুর গ্রামে তাদের বাড়ি। রাজশাহী ব্যুরোর মাধ্যমে সেই অসহায় পরিবারে পাশে দাঁড়ায় সিটি নিউজ তথা সৈয়দ আতিক।

নওগাঁর পোরশায় সেই অবুঝ শিশুর হাতে সিটি নিউজের সহায়তা তুলে দিচ্ছেন নওগাঁ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী

শুধু তাই নয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে মাল্টিমিডিয়া এই নিউজ পোর্টালটি। 

এ বিষয়ে সিটি নিউজ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক বলেন, ‘সিটি নিউজ ঢাকা শুধু সংবাদ প্রচারেই সীমাবদ্ধ থাকবে না। আমরা মনে করি, গণমাধ্যমের কিছু সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা সমাজের অবহেলিত গরিব-দুঃখী মানুষের জন্য কাজ করে যাবো।’

তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা অর্থের অপচয় করব না, সদ্ব্যবহার করব। যাতে মানুষের কল্যাণ হয়। এভাবে সামর্থ্যবানেরা অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের সমাজ আরও সুন্দর হবে। আরও মানবিক হয়ে উঠবে।’


টিআর/সবুজ/এম. জামান
আর্কাইভ