• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিদেশি সংস্থায় চাকরির সুযোগ, বেতন বছরে সাড়ে ২৫ লাখ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ১১:১৬ পিএম

বিদেশি সংস্থায় চাকরির সুযোগ, বেতন বছরে সাড়ে ২৫ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ফিন্যান্স ম্যানেজার, ১টি।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এফসিএ/সিএমএ/এসিসিএ ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি/এমকম ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কান্ট্রি লেভেল সংশ্লিষ্ট ক্ষেত্রে নেতৃত্বের পর্যায়ে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থার ফিন্যান্স টিমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। ঢাকায় নিয়োগ দেয়া হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক।
 
বেতন ও সুযোগ-সুবিধা: বছরে মোট ২৫ লাখ ৫৭ হাজার ৬৬৪ টাকা বেতন দেয়া হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা ও বিমার সুযোগ আছে।

 
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে।


এডিএস/

আর্কাইভ