• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দাতা সংস্থাগুলো থেকে ভালো সাড়া পাচ্ছি: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:২১ পিএম

দাতা সংস্থাগুলো থেকে ভালো সাড়া পাচ্ছি: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর্থিক খাতের উন্নয়নে দাতা সংস্থাগুলো থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার রাজধানীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যমতে, দেশের ব্যাংক খাতের ঋণের ১৭ শতাংশই খেলাপি। তবে ব্যাংক খাতে দুর্নীতি, অনিয়ম ও নামে বেনামে ঋণের পরিমাণ বাড়ায় সামনের প্রান্তিকে ঋণ খেলাপির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকাররা বলেন, সরকারের বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংক নামমাত্র সুদে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে। এনজিওর আদলে কাজ করা এই প্রতিষ্ঠানের খেলাপি ঋণও চার শতাংশের কম।

এসময়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে, ঋণ দেওয়ার ক্ষেত্রে সবকিছু যাচাই বাছাইয়ের তাগিদ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ঝুঁকি কমাতে ডিজিটালাইজেশনেও জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ডিজিটালাইজেশন ছাড়া ইফেক্টিভলি লোন দেওয়া এবং রিসোর্স মবিলাইজ করা সম্ভব না। এটা ফিজিক্যালি গিয়ে গিয়ে করতে গেলে ১৪ শতাংশ বা ১২ শতাংশের নিচে তারা করতে পারবে না। এই ডিজিটালাইজেশনটাও আপনাদের একটা বিরাট পাথেয় হবে।’

কর্মসংস্থান ব্যাংককে এখনই প্রচলিত ব্যাংকিং এ না যাওয়ার পরামর্শ অর্থ উপদেষ্টার। তিনি বলেন, এ ব্যাংকের উন্নয়নে প্রয়োজনে তহবিলের জোগান দেওয়া হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটা জিনিস আমরা কিন্তু দাতা সংস্থাগুলো থেকে ভালো সাড়া পাচ্ছি।’

উপদেষ্টা আরও বলেন, আর্থিক খাতকে চরম বিপর্যস্ত অবস্থায় রেখে গেছে পতিত সরকার।
 

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ