প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ১২:২৭ পিএম
বাংলাদেশের জনপ্রিয় ফুডি অ্যাপ এবার ডোমিনোজ পিৎজার সাথে নতুন এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে দেশের গ্রাহকদের জন্য পিৎজা ডেলিভারি হবে আরও সহজ এবং সুবিধাজনক।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মহাখালির প্যারাগন হাউজে ফুডি এবং ডোমিনোজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ফুডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন:• মোঃ শাহনেওয়াজ মান্নান, চিফ অপারেটিং অফিসার• মাশরুর হাসান মিম, চিফ মার্কেটিং অফিসার• সৈয়দ সাজিবুর রহমান, ডেপুটি ম্যানজোর• নওয়াজিশ আলম, সিনিয়র এক্সিকিউটিভডোমিনোজের পক্ষ থেকে উপস্থতি ছিলেন:• আহমেদ শোয়েব ইকবাল, চিফ অপারেটিং অফিসার• আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অফ মার্কেটিং• তানজিনা অল্টার, হেড অফ মার্কেটিং• মোহাম্মদ হোসেন বাবু, অ্যাসস্ট্যিান্ট ম্যানেজার, ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ
এই পার্টনারশীপের মাধ্যমে ফুডি এখন ডোমিনোজের পিৎজা তাদের অ্যাপে ডেলিভারি করতে পারবে। এই সফল পার্টনারশীপের জন্য ফুডি ব্যবহারকারীরা আজ ১৬ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারি র্পযন্ত ডোমিনোজের পিৎজার সকল অর্ডারের উপর পেয়ে যাবেন ৪০% ছাড়, যা ২০০ টাকা র্পযন্ত।
জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, “এই পার্টনারশীপ আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হল গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা প্রদান করা, এবং ফুডির সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হব। ”ফুডির চিফ অপারেটিং অফিসার মোঃ শাহনেওয়াজ মান্নান বলেন, “আমরা ডোমিনোজ এর সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পার্টনারশীপ বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।”এই সাইনিং অনুষ্ঠানটি বাংলাদেশের খাবার ডেলিভারি ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।