• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রোববারও খোলা পুঁজিবাজার

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:৩৬ পিএম

রোববারও খোলা পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর বিধিনিষেধ চলাকালে ব্যাংকের সঙ্গে সমন্বয় করেছিল পুঁজিবাজারও। বিধিনিষেধ শিথিলের ঘোষণায় সাপ্তাহিক ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ব্যাংকের সঙ্গে সমন্বয় করে রোববার পুঁজিবাজারও খোলা থাকছে।

বুধবার (১৪ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, কঠোর বিধিনিষেধের কারণে গত দুই সপ্তাহ রোববার ব্যাংকিং লেনদেন বন্ধ ছিল। বিধিনিষেধ শিথিল হওয়ায় রোববার (১৮ জুলাই) ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগের নিয়মেই পুঁজিবাজারের লেনদেন চলবে। 

আরও জানা যায়, এরপর ২৩ জুলাই থেকে আবারও বিধিনিষেধ শুরু হলে সময় কমিয়ে পুঁজিবাজারের লেনদেন চলবে।

সম্রাট/সবুজ/এম. জামান

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ