• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে থাইল্যান্ডে, কমছে ভারতে

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:৪৫ পিএম

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে থাইল্যান্ডে, কমছে ভারতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের রাজনৈতিক পট পরির্বতনের পর দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহারেও পরিবর্তন এসেছে। বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে। এটি আগেও ছিল। তবে দ্বিতীয় স্থানে পরিবর্তন এসেছে। আগে দ্বিতীয় স্থানে ছিল ভারত। অক্টোবরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে থাইল্যান্ড। দেশটিতে ১ মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে ১৬ কোটি টাকা। তৃতীয় অবস্থানে নেমে গেছে ভারত। চতুর্থ অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে প্রতিমাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোক্তাদের সার্বিক খরচের তথ্য তুলে ধরা হয়। দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিরা এ দেশের দেওয়া ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৪২ কোটি টাকা। অক্টোবরে এই খরচ একলাফে বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি টাকায়। এতেই বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে দ্বিতীয় স্থানে উঠে আসে থাইল্যান্ড। মোট খরচের ১১ দশমিক ৪২ শতাংশ খরচ করেছে দেশটিতে। যেটি সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৮৮ শতাংশ। সেপ্টেম্বরে ভারতে খরচ হয়েছিল ১২ দশমিক ৮ শতাংশ। অক্টোবরে তা কমে হয়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ।

এর কারণ হিসাবে জানা গেছে, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে ভিসা দেওয়া সীমিত করে ফেলা হয়েছে। ফলে বাংলাদেশের মানুষ ভারতে যেতে পারছে কম। এতে করেই ভারতে ক্রেডিট কর্ডের খরচ কমে গেছে। ফলে বাংলাদেশের মানুষ এখন বেশি যাচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর। এতে এসব দেশে ক্রেডিট কার্ডের ব্যবহারও বাড়ছে।

অক্টোবরে দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশ বেড়েছে। দেশের অভ্যন্তরে ১ মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯৭ কোটি টাকা বা প্রায় সাড়ে ৭ শতাংশ। আর বিদেশে খরচ বেড়েছে ৭৮ কোটি টাকা বা সাড়ে ১৮ শতাংশের বেশি। অক্টোবরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে ২ হাজার ৮৬৬ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৬৯ কোটি টাকা। অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৯৯ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৪২১ কোটি টাকা। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ব্যবহার এখন যুক্তরাষ্ট্রে। অক্টোবরে দেশটিতে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা, সেপ্টেম্বরে হয়েছিল ৭৭ কোটি টাকা। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৭ কোটি টাকা বা সোয়া ৮ শতাংশের বেশি।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ক্রেডিট কার্ডে মোট খরচের ১৬ দশমিক ৮৯ শতাংশ। সেপ্টেম্বরে করেছিলেন ১৮ দশমিক ২৩ শতাংশ। অক্টোবরে থাইল্যান্ডে খরচ বাড়ায় যুক্তরাষ্ট্রে খরচ কিছুটা কমেছে। সিঙ্গাপুরে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ করেছিলেন ৭ দশমিক ২২ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ।

এর বাইরে যুক্তরাজ্যে ৭ দশমিক ৫৪ শতাংশ, মালয়েশিয়ায় ৬ দশমিক ৩২ শতাংশ, কানাডায় ৫ দশমিক ৪০ শতাংশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ৪ দশমিক ২ শতাংশ করে খরচ করেছেন।

বিদেশে ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে থাইল্যান্ডের পরই বেড়েছে সিঙ্গাপুরে। দেশটিতে অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৩ কোটি টাকা, সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৩০ কোটি টাকা। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৩ কোটি টাকা।

এদিকে ক্রেডিট কার্ড থেকে নগদ অর্থ উত্তোলন বেড়ে গেছে। সেপ্টেম্বরে নগদ তোলার পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৮০ লাখ টাকা। বিভিন্ন ধরনের কার্ডের মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে ভিসা কার্ড। কারণ এ কার্ড স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করা যায়। এরপরই রয়েছে মাস্টার কার্ড, ইউনিপে, অ্যামেক্স।

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ