• ঢাকা মঙ্গলবার
    ২৬ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
শেয়ার-বাজার

৩০ মিনিটে ডিএসইতে লেনদেন ৫১ কোটি, সূচক বাড়ল ৩৮ পয়েন্ট

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ১০:৪৮ এএম

৩০ মিনিটে ডিএসইতে লেনদেন ৫১ কোটি, সূচক বাড়ল ৩৮ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫১ কোটি টাকা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ২০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ দশমিক ৩২ পয়েন্টে ও ১ হাজার ১৫২ দশমিক ৬৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৬ দশমিক ৬২ পয়েন্টে। এ সময় ডিএসইতে ৩৩০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির কোম্পানির শেয়ারের, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ২ লাখ টাকার শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে-সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ০৭ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৩৯৪ দশমিক ৯৪ পয়েন্টে ও ৯২৩ দশমিক ৩৪ পয়েন্টে।

এছাড়া সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ৮৫ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৭৬৭ দশমিক ১২ পয়েন্টে ও ১ হাজার ৯৮ দশমিক ৫৯ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৯৩ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১ হাজার ৭৬৭ দশমিক ৩১ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৪০ লাখ ৯২ হাজার টাকার। 

লেনদেন হওয়া ৪৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টি কোম্পানি শেয়ারের, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

আর্কাইভ