• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন জাকির হোসেন ও কবির আহম্মদ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৫:৩৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন জাকির হোসেন ও কবির আহম্মদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহম্মদ।

রোববার (৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ১০ (৪) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহাম্মদকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছে।

দুজনকেই যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ