• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেড় ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ১৯৮ কোটি টাকা

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৫:৫৯ পিএম

দেড় ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ১৯৮ কোটি টাকা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন চলছে। শুরুর দেড় ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৯৮ কোটি টাকা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত) ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩ দশমিক ২৪ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৫৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৬ হাজার ২৫৩ দশমিক ৭৪ পয়েন্টে ও  ১ হাজার ৩৬৩ দশমিক ৯০ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক কমেছে ১ দশমিক ৮৩ পয়েন্ট। সূচক অবস্থান করছে ২ হাজার ৯৫ দশমিক ৭১ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৯টি কোম্পানির শেয়ারের, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির।

এ ছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ২৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৫১ দশমিক ৪৬ পয়েন্টে ও ১১ হাজার ৯৩ দশমিক ৪১ পয়েন্টে।

এ ছাড়া সিএসআই সূচক বেড়েছে ১ দশমিক ১৫ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৯ দশমিক ১১ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৭০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৩ হাজার ২৮৯ দশমিক ৪৯ পয়েন্ট ও ১ হাজার ৩০০ দশমিক ৭৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ১২ কোটি ৩২ লাখ ৬৭ হাজার টাকার।

লেনদেন হওয়া ১০৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টি কোম্পানি শেয়ারের, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ