• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শুরু হলো গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট-২০২৩

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৭:১৫ পিএম

শুরু হলো গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট-২০২৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্য আর্থ অ্যান্ড ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ-এর আয়োজনে শুরু হয়েছে গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট-২০২৩। এটি চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দ্য আর্থ অ্যান্ড ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ।

এতে বলা হয়, রাজধানী ঢাকার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে দুদিনব্যাপী তরুণদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সারা দেশের ৩০০ তরুণ।

দ্য আর্থ অ্যান্ড ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট-২০২৩-এর আয়োজক। এ আয়োজনের সঙ্গে ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছে উই ক্যান কক্সবাজার।

এ আয়োজনের ফলে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, বৈশ্বিক পরিবেশ দূষণ, বিশুদ্ধ বায়ু, মানসম্মত শিক্ষা, জেন্ডার অ্যান্ড এসআরএইচআর, উদ্যোক্তা, উদ্ভাবন ও গ্রীন ফাইন্যান্স, ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথসহ ৬টি সেশনে আলোচকদের আলোচনার পরবর্তী গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তরুণরা এসডিজি বাস্তবায়নে তাদের ধারণা তুলে ধরবে।

পার্টনার হিসেবে রয়েছে ফ্রেঞ্চ এম্বাসি ইন বাংলাদেশ, ইউএনডিপি, এশিয়ান রিসার্চ অ্যন্ড রিসোর্স ফর উইমেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলা ট্রিবিউন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ