প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০১:৩৯ এএম
শেয়ারবাজারে লেনদেন কমছেই। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪০ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
এর আগে চলতি বছরের ১৭ আগস্ট ডিএসইতে ২৯৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। এছাড়া মঙ্গলবার ডিএসইর বাজার মূলধন ৩ হাজার কোটি টাকা কমেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট চলছে। এ সংকট কাটাতে পদক্ষেপ নিতে হবে। সামগ্রিকভাবে বাজারে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে নেতিবাচক অবস্থাসহ বিভিন্ন কারণে শেয়ারবাজারে দীর্ঘদিন থেকে নিম্নমুখী প্রবণতা রয়েছে। বর্তমানে এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা।
পরিস্থিতি মোকাবিলায় শেয়ারবাজারে দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস (দাম কমার নিম্নসীমা) দিয়ে আটকে রাখা হয়েছে। ফলে বাজারে দীর্ঘমেয়াদী সংকট চলছে। লেনদেন এবং মূল্য সূচকসহ সবকিছুইতে এর প্রভাব পড়ছে। মঙ্গলবারও তার ধারাবাহিকতা ছিল। এদিন ডিএসইতে ৩১১টি কোম্পানির ৮ কোটি ৬৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৯২টি কোম্পানির শেয়ারের, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর ব্রড আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই ৩০ মূল্যসূচক ১ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে ৩ হাজার কোটি টাকা কমে ৭ লাখ ৭৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ ১০ কোম্পানি: মঙ্গলবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- মনোস্পুল পেপার, এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স পিপি, বিডি থাইফুড, সিভিও পেট্টো কেমিক্যাল, ফু-ওয়াং ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনী সি ফুড, ইউনিক হোটেল এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।
ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- খুলনা প্রিন্টিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, হাক্কানি পাল্প, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, জনতা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- মনোস্পুল পেপার, অ্যাপেক্স ফুটওয়্যার, ঢাকা ডাইং, জেমিনী সি ফুড, প্যাসিফিক ডেনিমস, ইউনিক হোটেল, মুন্নু এগ্রো, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং ক্রাউন সিমেন্ট।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/