প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৭:৩৯ পিএম
নির্বাচনি অনিশ্চয়তায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ। সেই সঙ্গে চার ধরনের প্রধান চ্যালেঞ্জ রয়েছে দেশের অর্থনীতিতে। বিশ্বব্যাংকের পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।
রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে প্রকশিত বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সেই সঙ্গে দিল্লী থেকে প্রকাশ করা হয়েছে সাউথ এশিয়ান ডেভলপমেন্ট আপডেট প্রতিবেদন।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। এছাড়া চিফ ইকোনমিস্ট বানার্ড হ্যাভেন, ইকোনমিস্ট নাজমুস সাদাত খান এবং যোগাযোগ বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব উপস্থিত ছিলেন।
জেকেএস/