• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৬:৪৯ পিএম

সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিম, আলু ও পেঁয়াজের পাশাপাশি এবার সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রতি লিটার বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমানো হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ঘোষণা দেন তিনি।

টিপু মুনশি জানান, এক থেকে দুই দিনের মধ্যেই সয়াবিনের নতুন দর কার্যকর হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিকাল থেকেই অভিযানে নামবে।

তিনি বলেন, তেলের নতুন দর যথাক্রমে ১৬৯ টাকা এবং ১৫৯ টাকা নির্ধারণ করা হবে।

তিনি বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা ভোক্তাপর্যায়ে। আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা অধিকার মাঠে থেকে এটি মনিটরিং করবেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন ন্যায্যদাম কার্যকর করব।

মন্ত্রী বলেন, নতুন করে টিসিবির কার্ড করা হচ্ছে। আমরা (বাণিজ্য মন্ত্রণালয়) ৫০ লাখ পরিবারের জন্য কার্ড করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি করার নির্দেশ দিয়েছেন। বাকিগুলো শিগগির মানুষ হাতে পেয়ে যাবে। কার্ডের কাজ চলছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ