• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দেশের প্রথম ‘হাইব্রিড রকেট ইঞ্জিনে’র সফল পরীক্ষা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৩:১৭ এএম

দেশের প্রথম ‘হাইব্রিড রকেট ইঞ্জিনে’র সফল পরীক্ষা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো বাংলাদেশে হাইব্রিড রকেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশন এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) পরীক্ষা চালিয়েছে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষার সময়ে এইআরডির সদস্য ও তাদের অভিভাবকের পাশাপাশি ব্র্যাক, এনএসইউ এবং এআইইউবির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এইআরডির প্রকল্পপ্রধান সজু হেন বালডুইন চেন বলেন, ‘অনেক দিনের কঠোর পরিশ্রম এবং ডেটা সংগ্রহের পর আমরা অবশেষে বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করতে সক্ষম হয়েছি। এতে আমাদের দলের প্রত্যেকের মধ্যেই অন্যরকম অনুভূতি তৈরি করেছে এবং আমরা স্বস্তি পেয়েছি। আমরা অনেক দূরে এসেছি।’

এইআরডির হাইব্রিড রকেট ইঞ্জিনের উন্নয়ন অব্যাহত রাখবে উল্লেখ করে তিনি জানান, যারা মহাকাশ অনুসন্ধান ও রকেট্রি বিষয়ে আগ্রহী, তাদের জন্য এইআরডিতে গবেষণা উন্মুক্ত রয়েছে।

এইআরডির সদস্যদের মধ্যে ছিলেন সুজু হেন বালডুইন চেন, শাহজাইব মুয়াজ আবেদীন, স্যাম কুই, ইয়ান মেসারভে, রাজিন আলি, মুশফিকুর শাদিন, এন এম সাইফ কবির, আনহা ইসলাম, ইয়োহান কুলিবালি, লিয়াম অলিভার নোভাক ও ইওজিন কিম।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ