• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্ববাজারে ৯ মাসে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৭:৫৬ পিএম

বিশ্ববাজারে ৯ মাসে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরব ও রাশিয়ার জ্বালানি তেলের উত্তোলন কমানোর ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিগত নয় মাসে সর্বোচ্চে উঠে গেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সপ্তাহে ওপেকের সদস্য সৌদি আরব ও রাশিয়া জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ সম্মিলিতভাবে দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন কমানো হবে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে, যা বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গেছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭৩ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে উঠে গেছে ৮৭ দশমিক ৫১ ডলারে।

ফলে ব্রেন্ট ক্রুডের দাম গত বছরের ১৬ নভেম্বরের পর সর্বোচ্চ রয়েছে। পাশাপাশি ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও গত বছরের নভেম্বর মাসের পর এখন সর্বোচ্চ।

চলতি সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দামই প্রায় ২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে।

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অরগানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম কান্ট্রিস’ বা ওপেক নামে পরিচিত। আবার ওপেকের বাইরে অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেকের সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অভিহিত করা হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ