• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অবসরের পর পরিচালক হওয়ার সুযোগ পাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০২:১৯ এএম

অবসরের পর পরিচালক হওয়ার সুযোগ পাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক কর্মকর্তারা এখন থেকে অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অবসরের পর পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কর্মকর্তাদের।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো ব্যাংক কর্মকর্তা অবসর, অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না।

তবে আগের নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ