• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাকিস্তানে ৩০০ রুপি ছাড়াল জ্বালানি তেলের দাম

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৭:৩৬ পিএম

পাকিস্তানে ৩০০ রুপি ছাড়াল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের লাগামহীন বাজারে নাজেহাল পাকিস্তানের জনজীবন। এরমধ্যেই নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার। এতে দেশটিতে প্রথমবারের মতো জ্বালানির দাম ছাড়াল ৩০০ রুপি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ডনের এক প্রতিবদেনে বলা হয়, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়। এতে যথাক্রমে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৩০৫ দশমিক ৩৬ রুপি ও ডিজেল ৩১১ দশমিক ৮৪ রুপি।

এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা ও বিনিময় হারের তারতম্যের কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্বান্ত অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১ রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ