• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাপানে ফের টয়োটার গাড়ি উৎপাদন শুরু

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০৮:১১ পিএম

জাপানে ফের টয়োটার গাড়ি উৎপাদন শুরু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটরস করপোরেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়ায় জাপানে অবস্থিত তাদের সব অ্যাসেম্বলিং প্ল্যান্টের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তবে বুধবার (৩০ আগস্ট) এসব কারখানার উৎপাদন কার্যক্রম আবার শুরু করেছে প্রতিষ্ঠানটি।

দ্য জাপান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, উৎপাদন ব্যবস্থায় ত্রুটির কারণে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল থেকে জাপানে অবস্থিত সব অ্যাসেম্বলিং প্ল্যান্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল টয়োটা। এর একদিন পরই বুধবার সকালে ১৪টি কারখানার মধ্যে ১২টির কার্যক্রম তারা আবার চালু করেছে।

টয়োটা জানায়, সোমবার (২৮ আগস্ট) গাড়ির যন্ত্রাংশের অর্ডার প্রক্রিয়াকরণকারী সিস্টেমে একটি ত্রুটি দেখা দেয়। এটি তাৎক্ষণিকভাবে ঠিক করা যাচ্ছিল না। যদিও তাদের একটি ব্যাকআপ সিস্টেম সক্রিয় ছিল।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যার মধ্যে বাকি দুটি প্ল্যান্টের উৎপাদন লাইনও চালু করতে চায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

একটি সূত্রের বরাত দিয়ে দ্য জাপান টাইমস বলছে, গাড়ির যন্ত্রাংশের অর্ডার প্রক্রিয়াকরণকারী সিস্টেম আপডেটের সময়ে এ ত্রুটি দেখা দেয়।

এ সিস্টেমটি টয়োটা এবং তাদের যন্ত্রাংশ সরবরাহকারীরা ব্যবহার করে থাকে। সুতরাং সোমবার ঘটা এ ত্রুটির কারণে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে জাপানে অবস্থিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সব কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে টয়োটার এক কর্মকর্তা বলেন, ‘একদিন বা তার বেশি সময় গাড়ি উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানির বার্ষিক গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ আমরা সে ঘাটতি পূরণের পরিকল্পনা আগে থেকেই নিয়ে রেখেছি।’

যদিও কোম্পানিটি এ ত্রুটি দেখা দেয়ার মূল কারণ এখনো অনুসন্ধান করছে, তবে ওই কর্মকর্তা সাইবার আক্রমণের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন।

রয়টার্সের হিসাব অনুসারে, জাপানে অবস্থিত টয়োটার ১৪টি অ্যাসেম্বলিং কারখানায় গাড়ি নিমার্তা প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক উৎপাদনের এক-তৃতীয়াংশ গাড়ি উৎপাদিত হয়।

গাড়ি বিক্রির পরিপ্রেক্ষিতে টয়োটা বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা। বছরের প্রথমবার্ধে জাপানে টয়োটার উৎপাদন ২৯ শতাংশ বেড়েছে, যা কিনা গত দুবছরের মধ্যে প্রথম।

রয়র্টাস আরও জানায়, ছুটির দিন বাদ দিয়ে কর্মদিবসের হিসাব অনুসারে, টয়োটার দাইহাতসু এবং হিনো মডেলের গাড়ি বাদে জাপানে বছরের প্রথমার্ধে দৈনিক গড়ে প্রায় ১৩ হাজার ৫০০ গাড়ি উৎপাদিত হয়েছে।

প্রসঙ্গত: এবারই প্রথম টয়োটার গাড়ি উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ হয়নি। এর আগেও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছে। গত বছর তাদের একটি সরবরাহকারী প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হলে কার্যক্রম সাময়িক বন্ধ রাখে টয়োটা। সে সময়ে একদিন উৎপাদন বন্ধ রাখায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে প্রায় ১৩ হাজার গাড়ি উৎপাদন করতে না পারার লোকসান বইতে হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ