• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০৭:৫৪ পিএম

এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৩০ আগস্ট) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বাণিজ্যমন্ত্রী।

শোকবার্তায় টিপু মুনশি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম সহচর ছিলেন অধ্যাপক আবদুল কুদ্দুস। তিনি পাঁচবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠক হিসেবে দেশ ও মানুষের জন্য তার অবদান দেশের মানুষ আজীবন স্মরণে রাখবে।

বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আবদুল কুদ্দুস শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ