• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লোগো ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০১:৫২ এএম

লোগো ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক গ্রুপ বা আইডি নেই।

এ ধরনের ভুয়া গ্রুপ বা আইডির প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এ ধরনের প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা বা তছরুফের সম্মুখীন হলে কেন্দ্রীয় ব্যাংক দায়ী থাকবে না।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ